ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টিতে নোট জমাদানকালে ধরন (অপ্রচলনযোগ্য, মিউটিলেটেড বা ছেঁড়া, পুনঃপ্রচলনযোগ্য) আলাদা করে না দিলে জরিমানা (অর্থদণ্ড) করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (০৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, তফসিলি ব্যাংক কর্তৃক বাংলাদেশ ব্যাংকে গ্যারান্টি নোট জমাকালে অপ্রচলনযোগ্য, মিউটিলেটেড, পুনঃপ্রচলনযোগ্য তিনভাগে বিভক্ত করে জমা দিতে হবে।
পুনঃপ্রচলনযোগ্য নোটের সঙ্গে অপ্রচলনযোগ্য, মিউটিলেটেড ও দাবিযোগ্য নোট, অপ্রচলনযোগ্য নোটের সঙ্গে পুনঃপ্রচলনযোগ্য, মিউটিলেটেড ও দাবিযোগ্য এবং মিউটিলেটেড নোটের সঙ্গে অপ্রচলনযোগ্য, পুনঃপ্রচলনযোগ্য ও দাবিযোগ্য মেশানো যাবে না।
উল্লেখ করা নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করলে ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত) বিধান মোতাবেক সংশ্লিষ্ট ব্যাংককে জরিমানা করা হবে। ২০১৩ সালের পরিপত্র মোতাবেক পুনঃপ্রচলনযোগ্য, অপ্রচলনযোগ্য, মিউটিলেটেড পৃথকভাবে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টিতে জমা দিতে হবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসই/ওএইচ/আইএ