ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগামী বাজেটে অগ্রাধিকার পাবে মানবসম্পদ খাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
আগামী বাজেটে অগ্রাধিকার পাবে মানবসম্পদ খাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ২০১৬-১৭ অর্থবছরে বাজেটে মানবসম্পদ খাতকে প্রাধান্য দেওয়া হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, প্রতিবার শিক্ষাখাতকে প্রধান্য দেওয়া হলেও আগামীতে স্বাস্থ্য, স্যানিটেশন, জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।



মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে একথা বলেন অর্থমন্ত্রী।

জলবায়ু পরিবর্তনের ক্ষয়-ক্ষতির জন্য বাংলাদেশকে উন্নত দেশগুলোর অর্থ দেওয়ার ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, এরকম আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কেউই ক্ষতিপূরণ দেয় না।

বর্ধিত বেতন কাঠামোর আদেশ এ সপ্তাহের মধ্যেই স্বাক্ষর হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এটাই শেষ বেতন কাঠামো। আর বাড়ানো হবে না। তাছাড়া বেতনের গ্রেড নিয়ে শিক্ষকদের মনোমালিন্যও দূর হয়েছে।

দুই দফায় বাড়া বেতন কাঠামোর বাকি অংশ আগামী জুলাইয়ে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া গত জুলাইয়ে কার্যকর হওয়া বেতনের একাংশের টাকা কর্মকর্তা-কর্মচারীরা একসঙ্গেই পাবেন বলেও জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে উন্নয়ন কার্যক্রম অনেক শক্তিশালী হয়েছে উল্লেখ করে মুহিত বলেন, সিলেটে সরকারের উন্নয়নের আরেক নিদর্শন হবে নগরীর প্রাণকেন্দ্রে বিনোদন পার্ক। এজন্য কারাগার স্থানান্তরের পর এ প্রক্রিয়া শুরু হবে। কারাগারে অবস্থিত বঙ্গবন্ধু সেলকে করা হবে ‘বঙ্গবন্ধু জাদুঘর’।
এসময় অর্থমন্ত্রী তার ভাই জাতিসংঘের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত আব্দুল মুমেনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলার সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

এর আগে দুপুরে সিলেটে কাজী নজরুল অডিটরিয়ামে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আগামী বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হবে বলে ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এনইউ/এএ

** আগামী বাজেটের আকার হবে সাড়ে ৩ লাখ কোটি টাকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।