ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুল্ক ফাঁকি দিয়ে আনা বিএমডব্লিউ গাড়ি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
শুল্ক ফাঁকি দিয়ে আনা বিএমডব্লিউ গাড়ি জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিথ্যা ঘোষণার মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা তিন কোটি মূল্যের একটি বিএমডব্লিউ এক্স৫ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
 
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাতে গুলশান-২ এর একটি বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়।



শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে বিষয়টি জানান।
 
তিনি জানান, গাড়িটির মালিক জাফর সিদ্দিকী চৌধুরী। এর রেজিস্ট্রেশন নম্বর ফিরোজপুর ঘ ১১-০০-২৫। বিল অব এন্ট্রি ৬০৮৪৮, তারিখ-১১-৩-২০১৪, আইসিটি পোর্ট ঢাকা।
 
গাড়িটি মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছে। শুল্ক ফাঁকির অভিযোগে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মইনুল খান।
 
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।