ঢাকা: মামলা পরিচালনায় বেশি টাকা খবচের অভিযোগে বেসিক ব্যাংকের তিন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও এক মহাব্যবস্থাপককে (জিএম) অপসারণ করা হয়েছে।
অপসারিতরা হলেন, ব্যাংকটির ডিএমডি ফজলুস সোবহান, রুহুল আলম ও সেলিম এবং মহাব্যবস্থাপক (জিএম) মাহবুবুল আলম।
উচ্চপদস্থ এত কর্মকর্তাকে একসঙ্গে অপসারণের ঘটনা ব্যাংক খাতে এই প্রথম।
বুধবার (০৯ ডিসেম্বর) ওই চারজনকে চিঠি পাঠানো হয়েছে বলে বেসিক ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেন।
সূত্র জানা যায়, মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এসব কর্মকর্তাকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
একটি মামলা পরিচালনার জন্য অতিরিক্ত দু’জন আইনজীবী নিয়োগ দিয়ে ব্যাংকের ২৬ লাখ টাকা ক্ষতির দায়ে তাদের অপসারণের করা হয়েছে।
বেসিকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ততার দায়ে তাদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা রুহুল আলম ছাড়া অন্য সবার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।
২৩ নভেম্বর এসব কর্মকর্তাকে দেওয়া চিঠিতে বলা হয়, মামলা পরিচালনায় অতিরিক্ত দু’জন আইনজীবী নিয়োগ দিয়ে ব্যাংকের ২৬ লাখ টাকা ক্ষতি করা হয়েছে। আর্থিক ক্ষতির কারণে আপনাদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এ বিষয়ে কোনো বক্তব্য থাকলে সাত দিনের মধ্যে জানাতে বলা হয়। মঙ্গলবার পর্ষদ সভায় তাদের প্রত্যেকের বক্তব্য নিয়ে আলোচনার পর অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এডিএ/এসএইচ