ঢাকা: দেশের প্লাস্টিক উৎপাদনকারী কারখানাগুলোর বেআইনি কার্যক্রম বন্ধ ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে কমিটি গঠন করেছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদেস্যের ওই কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, দেশে প্লাস্টিক কারখানার প্রকৃত সংখ্যা নির্ণয়, তারা কী পরিমাণ কাঁচামাল আমদানি করে, কী পরিমাণ পণ্য বিদেশে রফতানি করে তা নিরুপণ করবে ওই কমিটি। কমিটিকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়য়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
দেশে ৩৪টির মতো প্লাস্টিক কারখানার লাইসেন্স থাকলেও শতাধিক কারখানা প্লাস্টিক উৎপাদন চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসএমএ/টিআই