ঢাকা: বেশ হাঁকডাক দিলেও প্রথম দিনে জমেনি ‘ঢাকা কমিকন’। পুরো বিশ্বের সুপারহিরো ও ভিলেনদের এক ছাদের নিচে আনার ঘোষণা দিলেও দর্শক সংখ্যা এবং স্টলের বৈচিত্র্য চোখে পড়লো না খুব একটা।
রাজধানীর বারিধারার একটি শপিং মলের ৬ষ্ঠ তলায় আয়োজন করা হয়েছে ঢাকা কমিকনের। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) শুরু হয়ে আয়োজন চলবে আগামী শনিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত। তবে ২০০ বা ৫০০ টাকা খরচ করে শপিং মলের ফুডকোর্টে আয়োজিত এ সম্মেলনে দর্শকদের ঘাটতি লক্ষ্য করা গেছে।
আর কমিক চরিত্রের চেয়ে সাধারণ খেলনা এবং টি-শার্টের দোকানই বেশি দেখা যায়।
মাইটি পাঞ্চ নামে প্রকাশনী ইংরেজি ভার্সনে ‘শাবাশ’, ‘মিস শাবাশ’ এবং ‘দ্য লিজেন্ড অব জুউই’ নামে তিনটি সিরিজের কমিক বই এনেছে। এর মধ্যে ‘শাবাশ’ সিরিয়ালের এ পর্যন্ত ৭টি পর্ব বের হয়েছে। অন্যগুলোর একটি পর্বই রয়েছে। বইগুলোর মূল্য ১৩০ টাকা করে।
সাদি কালেকশন সাজিয়েছে খেলনার স্টল। একই সঙ্গে বাজারের সাধারণ ফ্যাশনের টি-শার্টও তুলেছেন তারা।
কমিকনের এ আয়োজনে অংশ নিয়েছে ‘শায়ান উড ক্র্যাফট’। গি-কারো নামে একটি প্রতিষ্ঠান নিয়ে এসেছে কমিক চরিত্রের খেলনা এবং পোস্টার। পোস্টারগুলোর মূল্য ৩০০ টাকা করে।
এদিকে প্রথম দিনের আয়োজন সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও দেড়ঘণ্টা বিলম্বে বেলা সাড়ে ১১টার পর শুরু হয়। বিকেল ৪টার পর শপিং মলটির ফুড কোর্টে গিয়েও সম্মেলনে প্রাণ চঞ্চলতা চোখে পড়েনি।
এছাড়াও চর্চা নামে একটি প্রকাশন প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে কমিক ‘মুজিব’ প্রদর্শন করেছে। সিআরআই (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন) কমিক বইটি প্রকাশনা করেছে।
ঢাকা কমিকনের প্রতিষ্ঠাতা সাদি রহমান বলেন, সংক্ষেপে কমিকন বা কমিক-কন, অনেকটা মেলার মতো। ব্যতিক্রম এ আয়োজনে কমিকপ্রেমীরা একসঙ্গে জড়ো হবেন। হবে কিছু প্রতিযোগিতা। সবাই আনন্দ করে, একে অপরের সঙ্গে পরিচিত হবেন।
চতুর্থবারের মতো এ আয়োজনে থিম হচ্ছে ‘সীমানা ছাড়িয়ে’। মেলাটি শুধু কমিকপ্রেমীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এ আয়োজন চিত্রজগতের তারকাদের মিলন মেলায় পরিণত হবে।
তিনি বলেন, এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য হলো একই বিষয়ে আগ্রহী মানুষদের মধ্যে পরিচয় হওয়া, কিছু আনন্দ পাওয়া।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমএন/জেডএস