পিরোজপুর: পিরোজপুরে আরেকটি বিসিক শিল্প নগরী স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। তিনি তিলে তিলে এ সংগঠনকে গড়ে তুলেছেন। বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে বাঙালির ভাষার অধিকার, ভোটের অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকারের আন্দোলন তথা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন।
ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৭০ এর নির্বাচনের মাধ্যমে ছয়দফাকে বাঙালির মুক্তি সনদ হিসেবে সমর্থন আদায় এসব প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে।
স্বাধীনতাত্তোর বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনের একপর্যায়ে ঘাতকরা তাকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে দেশে আবার পাকিস্তানি ধারার রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা চালায়।
তিনি বলেন, খালেদা জিয়া ও তার ছেলে নানা ষড়যন্ত্র করেও শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামকে ব্যাহত করতে পারবে না।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সিনিয়র সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হাকিম হাওলাদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল এমপি।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএ