ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পঞ্চগড় খাদ্য গুদামে আমন চাল ক্রয় কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
পঞ্চগড় খাদ্য গুদামে আমন চাল ক্রয় কার্যক্রম শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড়ে চালকল মালিকদের কাছ থেকে সরকারিভাবে আমন চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



এবারের আমন মৌসুমে সদর উপজেলার ১০২ চালকল মালিকের কাছ থেকে প্রতি কেজি ৩১ টাকা দরে পর্যায়ক্রমে ৮৮৮ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে ১৫ মার্চ পর্যন্ত।

এদিকে, এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুনতাজেরী দীনা। এসময় অনেকের মধ্যে সদর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল মোস্তফা ও উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক সারোয়ার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।