ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবারও সাউথইস্ট ব্যাংকের এমডি সহিদ হোসেন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
আবারও সাউথইস্ট ব্যাংকের এমডি সহিদ হোসেন সহিদ হোসেন

ঢাকা: সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পুনরায় নিয়োগ পেয়েছেন সহিদ হোসেন। আন্তরিকতা, কাজের প্রতি সততা ও নিষ্ঠার জন্য চুক্তি ভিত্তিক চাকরির মেয়াদ ৩ বছর বেড়ে আবারও এ পদে নিয়োগ পান তিনি।



সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভিত্তিক তার চাকরির মেয়াদ বর্ধিত করেছে।   যা ৯ জানুয়ারি ২০১৬ থেকে কার্যকর হবে।

তিনি ২০১৩ সালের ৯ জানুয়ারি থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তার প্রথম চুক্তির মেয়াদ শেষ হবে ৮ জানুয়ারি ২০১৬-তে ।

৩২ বছরের কর্মজীবনে সহিদ হোসেন বাণিজ্যিক ব্যাংকিং সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন।

সহিদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সহিদ হোসেন দেশে-বিদেশে অনেক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র, লন্ডন, পর্তুগাল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, সৌদি আরব, ওমান, কাতার, ভারতসহ আরও অনেক দেশ ভ্রমণ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
এসই/জেডএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।