রাজশাহী: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের রাজশাহী ক্যাম্পাসে তিন দিনব্যাপী শিল্প ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) বিকেলে রাজশাহী কলেজের অধ্যাক্ষ মুহাম্মদ হবিবুর রহমান এ মেলার উদ্বোধন করেন।
মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহী ক্যাম্পাসের ভারপ্রাপ্ত পরিচালক ড. মন্সুর রহমান। এ সময় মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মেলার স্টল পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির পরিচালকসহ অন্যান্য অতিথিরা।
শিল্প ও প্রযুক্তি মেলায় এবার ৫০টি স্টল বসেছে। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি নিয়ে মেলায় উপস্থিত হয়েছেন।
আগামী মঙ্গলবার (১২ জানুয়ারি) তিন দিনব্যাপী এই মেলা শেষ হবে। ওইদিন সেরা প্রযুক্তি উদ্ভাবনকারীদের পুরস্কৃত করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএস/এটি