ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ও জনতা ব্যাংকে পরিচালক হিসেবে ৩ জন সাবেক ব্যাংকারসহ ৪ জনকে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রাজনৈতিক বিবেচনায় পরিচালক নিয়োগ দিয়ে বিপাকে পড়ায় সাবেক ব্যাংকার ও আমলাদের নিয়োগ দিতে শুরু করেছে অর্থ মন্ত্রণালয়।
চলতি বছরের ৬ জানুয়ারি জনতা ব্যাংকে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোফাজ্জল হোসেন ও অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি খন্দকার সাবেরা ইসলাম। এদের নিয়োগের চূড়ান্ত অনুমোদন নিতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে জনতা ব্যাংক।
এদিকে সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন উত্তরা ব্যাংকের ডিএমডি পদে থাকা অবস্থায় অবসরে যাওয়া সাবেরা আক্তারী জামাল। এছাড়া একীভূত হওয়া বাংলাদেশ শিল্পঋণ সংস্থার (বিএসআরএস) সাবেক পরিচালক আফজাল হোসেনকেও গত ৬ জানুয়ারি সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সোনালী ব্যাংকে মোট ৬ জন পরিচালকের মধ্যে নিয়োগ পেয়েছেন ৪ জন, জনতার ৭ জনের মধ্যে ৩ জন। বিগত সময়ে রাজনীতিবিদদের পরিচালক নিয়োগ দিয়ে হলমার্ক-বিসমিল্লাহর মতো কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এ কারণে সরকার ভেবে-চিন্তে ব্যাংকগুলোর পরিচালক নিয়োগ দিচ্ছে।
২০১৫ সালের ডিসেম্বর মাসেই মেয়াদ শেষ হয়েছে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের ২১ পরিচালকের পদ। সোনালী ও জনতা ব্যাংকে ইতিমধ্যে পরিচালক হিসেবে ৭ জনকে নিয়োগ দেওয়া হলেও অগ্রণীতে মাত্র ১ জন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসই/আরএম