ঢাকা: আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেদারসে বিক্রি হচ্ছে থাইল্যান্ডের চ্যাং চ্যাং অয়েল।
সর্দি ও নাকবন্ধ দূরীকরণ, মাথা ব্যথা, দাতে ব্যথা, ঘাড়ে ব্যথাসহ সব ব্যথার নিরামক হিসেবে কাজ করে চ্যাং চ্যাং অয়েল।
বাণিজ্য মেলার বিদেশি পণ্য জোন থাইল্যান্ড প্যাভিলিয়নে চ্যাং চ্যাং অয়েল পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, চ্যাং চ্যাং অয়েল কিনছেন মধ্যবয়সী নারী ও পুরুষরা।
আলম নামে এক ক্রেতা বলেন, এই তেল অল্প সময়ে ব্যথা দূর করে। প্রতি বছর চ্যাং চ্যাং অয়েল এক ডজন কিনে মা-খালাদের উপহার দেই।
এসময় এক নারীকেও এক ডজন চ্যাং চ্যাং অয়েল কিনতে দেখা যায়।
স্টল মালিক অপু বলেন, অরিজিনাল থাইল্যান্ডের হারবাল পণ্য চ্যাং চ্যাং অয়েল। ২৩ মিলি’র দাম ছয়শো টাকা, আর পাঁচ মিলি দুইশো টাকা।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এফবি/এসএস