ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী “ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০১৬” অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে শনিবার (১৬ জানুয়ারি) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২০১৫ সালে ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ণ এবং ২০১৬ সালের ব্যবসায়িক পরিকল্পনা নেওয়া হয়।
মুস্তাফা আনোয়ার বলেন, ইসলামী ব্যাংক একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে। বণ্টনমূলক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ ব্যাংক আর্থিক সেবার মাধ্যমে সব মানুষের কল্যাণ নিশ্চিত করতে চায়। এ ব্যাংক সারাবিশ্বে ইসলামী ব্যাংকিংয়ের বাস্তব মডেল হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশের জন্য গর্বের বিষয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. আবুল হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, মো. মাহবুব-উল-আলম, রফি আহমেদ বেগ, আব্দুস সাদেক ভুইয়া ও মো. শামসুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এটি