ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ঢাকা: ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক এ এন এম আবুল কাশেমকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।



বুধবার (১৩ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে ফারমার্স ব্যাংকের চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নিয়োগ দেওয়া পর্যবেক্ষক ব্যাংকের পরিচালনা পর্ষদ, ক্রেডিট ও অডিট কমিটিসহ গুরুত্বপূর্ণ সব বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়া যেকোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার তিন কর্মদিবস আগে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যবেক্ষকের কাছে পাঠাতে হবে।

ব্যাংকের আর্থিক সূচকের উন্নতি না হওয়া পর্যন্ত পর্যবেক্ষক সার্বক্ষণিক মনিটরিং করবেন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এ এফ এম আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, আর্থিক সূচকের ক্রমাগত অবনতি থেকে ব্যাংকটিকে রক্ষা করতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

এমনকি সুশাসন নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে ব্যাংকটি’ বলেন তিনি।
 
আইনবিরোধী বা আপত্তিকর কিছু ঘটলে ও ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিপোর্ট করবেন পর্যবেক্ষক এ এন এম আবুল কাশেম।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।