ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজেএমসি ও বিটিএমসির মিলগুলো নিজস্ব অর্থায়নে চালুর পরামর্শ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বিজেএমসি ও বিটিএমসির মিলগুলো নিজস্ব অর্থায়নে চালুর পরামর্শ

ঢাকা: বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন মিলগুলো নিজস্ব অর্থায়নে চালানোর পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। অব্যহতভাবে লোকসানে থাকায় রাষ্ট্রীয় এ নিয়ন্ত্রণ সংস্থার উপর থেকে সরকারি ভর্তুকি সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা থেকেই এ পরামর্শ।


 
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।
 
বৈঠকে জানানো হয়, বিজেএমসি ও বিটিএমসি চাহিদা অনুযায়ী  পর্যায়ক্রমে নিজস্ব অর্থায়নে চালু করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
 
আগামী ৩ ফেব্রুয়ারি তাঁত বোর্ডের বেদখলকৃত জমির বিষয়ে চলমান রিট মামলা শুনানি হবে। তখনই বেদখলকৃত জমি ফেরত পাওয়া যেতে পারে বলে কমিটির ধারণা।

এদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর আগামী ৩ বছরের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করা যায় তার বিস্তারিত বিবরণ উল্লেখপূর্বক প্রতিটি সংস্থার সঙ্গে পৃথকভাবে স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক আহ্বানের  বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
 
প্রস্তাবিত পাটনীতি-২০১৫ এর খসড়া স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে  বিস্তারিত আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। কমিটি বৈঠকের ৭ দিন আগে স্থায়ী কমিটির সদস্যদের কাছে প্রস্তাবিত পাটনীতি-২০১৫ এর খসড়া প্রেরণ করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
 
কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, ফাহমী গোলন্দাজ বাবেল, ডা. মো. এনামুর রহমান এবং সাবিনা আক্তার তুহিন অংশগ্রহণ করেন।
 
এছাড়াও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসি ও বিটিএমসির চেয়ারম্যান, পাট অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।