ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক বাণিজ্যমেলা

আকিজ ফুডের চার ব্র্যান্ডের অভিজ্ঞতার ভিন্নধর্মী আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আকিজ ফুডের চার ব্র্যান্ডের অভিজ্ঞতার ভিন্নধর্মী আয়োজন ছবি: রাজীব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আকিজ ফুড পার্কে প্রবেশ করলে ভিন্নধর্মী এক বিনোদনের খোরাক মিটবে দর্শনার্থীদের। আকিজ ফুডের চার ব্র্যান্ড ক্লেমন, ফ্রুটিকা, স্পিড ও মোজো’র অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে চারটি কর্ণার।

এরসঙ্গে রয়েছে গেম জোন।
 
প্রতিটি ব্র্যান্ডের মূল থিম নিয়ে তৈরি এসব কর্নারে প্রবেশ করলে পাওয়া যাবে অন্যরকম এক আমেজ। জানা যাবে দেশের জনপ্রিয় এসব ব্র্যান্ড সম্পর্কে নানা তথ্য।
 
এছাড়া বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে প্যাকেজ সাজানো হয়েছে। প্যাকেজ কিনলে পাওয়া যাচ্ছে মূল্যছাড় ও আর্কষণীয় উপহার।
 
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে মেলার ছয় নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে আকিজ ফুড পার্কের কর্মীরা জানালেন এসব তথ্য।

সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীরা ব্যতিক্রম এ আয়োজন বেশ উপভোগ করছেন। কর্নারের দৃশ্যের সঙ্গে নিজেদের সেলফি তুলতে মেতে ওঠছেন। সবাই এক হয়ে ক্যামেরাবন্দীও হচ্ছেন। অনেকেই আবার গেম জোনে মজে থাকছেন।  
 
আকিজ ফুড পার্কে করলে বাম পাশে দেখা মিলবে ক্লেমন’র কর্নার। এখানে দেয়াল ঘেঁষে ঝরনা বসানো হয়েছে। সেখানে বসে দর্শনার্থীরা ছবি তুলে ব্যস্ত সময় পার করছেন। তাদের মধ্যে ভর করছে সতেজতা ও ফ্রেসনেসের আবহ।
 
স্টলের কর্মীরা জানান, ক্লেমন পান করলে যে ফ্রেসনেসের ছোঁয়া পাওয়া যায় তারই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এখানে।
 
এ কর্নারটি পার হলেই দেখা মিলবে মোজো’র কর্ণার। এখানে মোজো কীভাবে দেশের অন্যতম বড় ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা পায় তার চিত্র ফুটে উঠেছে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মোজো’র কার্যক্রম তুলে ধরা হয়েছে।

কর্মীরা জানালেন, অনেক দিন ধরে মোজো সবাই পান করেন। কিন্তু কীভাবে এ ব্র্যান্ডের ড্রিংকসটির বেড়ে ওঠা তা অনেকেই জানেন না। সেসব নিয়ে এ কর্নারের আয়োজন।
 
মোজো’র কর্নার পার হলে পাওয়া যাবে ফ্রুটিকা’র কর্নার। ফ্রুটিকা সব সময়ই পিউরিটির কথা বলে। তারই প্রমাণ মিললো এ কর্নারে প্রবেশ করে। পুরো প্রকৃতির চিত্র তুলে ধরা হয়েছে এ কর্নারে।
 
এখানে প্রবেশ করলে মনে হবে যেন সত্যিকারের কোনো এক আমের বাগানে এসেছেন। নির্মল পরিবেশে আমের গাছে আম ধরে থাকার দৃশ্যে মন ভরে যাবে।
 
সর্বশেষ কর্নার হলো এনার্জি ড্রিংকস স্পিড’র। এখানে রয়েছে এনার্জি দেখানোর পদ্ধতি। একটি গেম রয়েছে, সেখানে জিতলেই উপহার পাওয়া যাবে। স্পিড পান করলে যে এনার্জি সঞ্চার হয় তারই একটা চিত্র তুলে ধরা হয়েছে এ কর্নারে।

এছাড়াও দোতলায় ওই চারটি ব্র্যান্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে গেম জোন। শিশু থেকে প্রায় সব বয়সীরা এ গেম জোনে অংশগ্রহণ করছেন। প্রতিটি গেম জোনে জিতলে পাওয়া যাচ্ছে উপহার।
 
আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ব্র্যান্ড ম্যানেজার মাইদুল ইসলাম বলেন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের এ চারটি ব্র্যান্ডের পণ্যের অভিজ্ঞতা নিয়ে আমাদের এ ভিন্নধর্মী আয়োজন। দীর্ঘদিন ধরে ক্রেতারা যে পণ্য পান করছেন তার সম্পর্কে বিনোদনের মাধ্যমে বিস্তারিত জানতে পারছেন।
 
তিনি বলেন, ইতোমধ্যে আকিজ ফুডের প্রতিটি পণ্যই ভোক্তাদের আস্থা অর্জন করেছে। তাই আমরা ভোক্তাদের কাছে তুলে ধরেছি আমাদের প্রতিটি ব্র্যান্ডের পণ্যের এগিয়ে যাওয়ার গল্প ও অভিজ্ঞতা। এখান থেকে অনেক তথ্য পাচ্ছেন দর্শনার্থীরা।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং কাজী রাশিদুর রহমান জানান, কেউ আকিজ ফুড কর্নারে প্রবেশ করলে সহজেই বের হন না। মুগ্ধ হয়ে সব আয়োজন উপভোগ করছেন। এছাড়া অনেকেই মূল্য ছাড়ে পণ্য কিনে বাড়ি ফিরছেন। ভিন্নধর্মী এমন আয়োজনে সবাই ধন্যবাদও দিচ্ছেন আয়োজকদের।
 
আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ব্র্যান্ড ম্যানেজার মাইদুল ইসলাম জানান, সম্প্রতি চারটি নতুন পণ্যের উদ্বোধন করা হয়েছে। পণ্যগুলো হলো টুইয়িং ওরেঞ্জ ফ্লেভারড কার্বোনেটেড বেভারেজ, আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিংক, চকোমঞ্চ ও আফি সস। এখন থেকে সারা বাংলাদেশের ভোক্তারা এসব পণ্য হাতের নাগালে পাবেন।
 
** ন্যাশনাল পলিমারে গৃহস্থালী-পাইপ ফিটিংস পণ্যের সমাহার

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
একে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।