ঢাকা: আগামী বাজেট ঘোষণার আগেই করপোরেট কর কমানোর উদ্যোগ চান ব্যবসায়ীরা। রফতানিকারী ব্যবসায়ীদের চাওয়ার প্রেক্ষিতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শিগগিরই এ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করবেন। সে বৈঠকে এনবিআর চেয়ারম্যানও থাকবেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের 'বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটি'র ৪র্থ সভায় এসব আলোচনা ও সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী নিজেই।
মন্ত্রী বলেন, আমরা বাজেটের আগেই এ কর কমানোর ব্যবস্থা নিতে বলবো অর্থমন্ত্রীকে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসকেএস/বিএস