ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোমরা বন্দরে কোয়ারেন্টাইন স্টেশন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ভোমরা বন্দরে কোয়ারেন্টাইন স্টেশন উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ফলক উন্মোচন করে স্টেশনটি উদ্বোধন করেন।

 

এ সময় প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, ভারত থেকে যেসব পোল্ট্রি মুরগির বাচ্চা আসে- মূলত সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য ভোমরা বন্দরে কোয়ারেন্টাইন স্টেশন স্থাপন করা হয়েছে। আমাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য এর গুরুত্ব অনেক।

তিনি বলেন, এই স্টেশনের জন্য এখনও জনবল নিয়োগ করা হয়নি, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে, ভোমরা প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশনে অতি দ্রুত জনবল নিয়োগের আশ্বাস দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মণ্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক ডা. শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে.কর্নেল আরমান হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শশাঙ্ক কুমার মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।