ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের পর্যালোচনা ও বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের পর্যালোচনা ও বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায় পর্যালোচনা ও ১৯১টি শাখার বাজেট প্রণয়ন সংক্রান্ত আলোচনার ফিরতি প্রতিবেদনের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামীদ সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ব্যাংকের  প্রধান কার্যালয়ে বুধবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ্, এম এ ওয়াদুদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম, আব্দুস সোবহান খান, শাহ্ সৈয়দ আব্দুল বারী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইফতেখার হোসেন চৌধুরী, কাজী কামাল উদ্দিন আহমেদ, মো. আজিম উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল ওয়াহাব, মো. মনিরুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন (অব.) ও ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণ কমল ঘোষ।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।