ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও নির্বাচন কমিশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০১০ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকরণ, বিতরণ ও রক্ষণাবেক্ষণসহ আনুষঙ্গিক সব দায়িত্ব পালনের জন্য ক্ষমতাপ্রাপ্ত।
নির্বাচন কমিশন সচিবালয়ে নিবন্ধিত নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সংরক্ষিত তথ্য-উপাত্ত সংবলিত একটি ডাটাবেজ প্রস্তুত করা রয়েছে। এ চুক্তির ফলে শাহজালাল ইসলামী ব্যাংকের গ্রাহকদের প্রদর্শিত জাতীয় পরিচয়পত্রের সঠিকতা যাচাইয়ের জন্য ব্যাংক কমিশনের ডাটাবেইজে প্রবেশ করতে পারবে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ও নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) সৈয়দ মোহাম্মদ মুসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সময় অন্যদের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও প্রজেক্ট ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালে উদ্দিন, শাহজালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হোসেন ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের ভিপি মো. নকীবুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
টিআই