শ্রীমঙ্গল (মৌলভীবাজার): হিন্দু সম্প্রদায়ের মকর সংক্রান্তি (উত্তরায়ণ সংক্রান্তি) উপলক্ষে জমে উঠেছে শ্রীমঙ্গলের মাছের বাজার। নানা জাতের মাছের মেলা বসেছে পৌরসভার মাছের বাজারে।
রুই, মৃগেল, আইড়, কাতল, বোয়াল প্রভৃতি জাতি মাছের সরবরাহ প্রচুর। তবে দাম সাধারণের নাগালের বাইরে, রয়েছে এমন অভিযোগও।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বাজার ঘুরে দেখা যায়, প্রচুর ক্রেতার সমাগম ঘটেছে বাজারে। তবে যে তুলনায় মাছের সরবরাহ রয়েছে সে তুলনায় বেচাবিক্রি একদমই কম হচ্ছে বলে জানান বিক্রেতারা।
বড় আকারের বোয়াল মাছের কেজি এক হাজার থেকে আঠারো শ’ টাকা। আস্ত বোয়াল মাছ দশ হাজার থেকে বিশ হাজার টাকা হাঁকছেন বিক্রেতারা।
বাজারে আগত ক্রেতারা জানালেন, এবারে মাছের দাম নাগালের বাইরে। তাছাড়া ফরমালিনযুক্ত নাকি ফরমালিনমুক্ত মাছ নিয়েও তাদের রয়েছে যথেষ্ট সন্দেহ।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বিবিবি/আইএ