ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকে ‘ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৬’ অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আল-আরাফাহ্ ব্যাংকে ‘ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৬’ অনুষ্ঠিত

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাজধানীর দ্যা ওয়েস্টিন হোটেলের বলরুমে ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্য মো. হারুন-অর-রশীদ খাঁন, আব্দুল মালেক মোল্লা, ইঞ্জি. খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ এবং খালিদ রহীম। এছাড়াও অন্যান্যের মধ্যে ব্যাংকের কোম্পানি সচিব মো. মোফাজ্জেল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, মো. রেজাউর রহমান, মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে ব্যাংকের ১২৯টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকরা সঙ্গে আলোচনা করা হয় সম্মেলনে।

অনিরীক্ষিত তথ্য অনুযায়ী, ২০১৫ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮,২২২.২৬ কোটি টাকা। বিনিয়োগ হয়েছে ১৬,৫৬৬.২৬ কোটি টাকা। এছাড়া আমদানি ও রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ১০,৭০৪.৯৯ কোটি এবং ৭,৯৩৬.২৯ কোটি টাকা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।