ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরগুনায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের আল্টিমেটাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বরগুনায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের আল্টিমেটাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আল্টিমেটাম  দিয়েছেন জেলার ব্যবসায়ীরা।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জেলা পৌর শহরের বাজার রোড এলাকায় তালুকদার ক্লথ স্টোর নামে একটি কাপড়ের দোকানে ও ওই প্রতিষ্ঠানের মালিকের বাড়িতে হামলার ঘটনায় এ আল্টিমেটাম দেওয়া হয়।



আহত শাহজাদা তালুকদারের ছোট ভাই শাহিন তালুকদার বাংলানিউজকে বলেন, কোনো কারণ ছাড়াই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভি, প্রিন্স ও সোহেলসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল রামদা, ছেনি, হকিস্ট্রিকসহ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালায়। এসময় চারজন আহত হন। এঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ ঘটনার পরপরই শহরের জেলা চেম্বার অব কমার্সের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে রোববার থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তিন ঘণ্টার বন্ধের ঘোষণা দেন জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবির।

জাহাঙ্গীর কবির বাংলানিউজকে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে ও বাসা-বাড়িতে সন্ত্রাসীদের হামলা সত্যি লজ্জাজনক। যে সব চিহ্নিত সন্ত্রাসীরা এ কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের তিন ঘণ্টার মধ্যে আটক করে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাছি।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তাৎক্ষণিকভাবে বিভিন্ন টিমে বিভক্ত হয়ে সন্ত্রাসীদের আটক করতে অভিযান শুরু করেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনার পরপরই আমরা সন্ত্রাসীদের আটক অভিযান শুরু করেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, তাই টাকা-পয়সা ছিনতাইয়ের বিষয়ে কিছু বলতে পারবো না। তবে আমরা আশাবাদী খুব দ্রুত সন্ত্রাসীদের আটক করতে সক্ষম হবো।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।