ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: প্রিমিয়ার ব্যাংকের নির্বাহীদের ব্যবস্থাপনা সম্মেলন-২০১৬ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল প্রধান অতিথি ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইমরান ইকবাল বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংকের পরিচালক আব্দুস সালাম মুর্শেদীও উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে ব্যাংকের উপদেষ্টা এহসান খসরু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ খান ও এম রিয়াজুল করিম, ডিএমডি ও হেড অব বিজনেজ দেওয়ান আনওয়ারুল লতিফসহ ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা সম্মেলনে অংশগ্রহণ করেন।     

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল ২০১৫ সালের ব্যাংক অর্জনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ব্যাংকারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও গ্রাহকের প্রতি সর্বোত্তম সেবা প্রদানের আহ্বান জানান।

তিনি সংশ্লিষ্ট সবার প্রতি সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে ব্যাংকের আরও ভাল ফলাফলের অনুরোধ জানান। শাখা ব্যবস্থাপকদের ঋণ গ্রহিতা নির্বাচনে সতর্কতা অবলম্বন ও নতুন নতুন ব্যবসা ক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে ব্যবসার পরিধি বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর পরামর্শ দেন ও সিএল ১ শতাংশের নিচে নামানোর আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদ ও ব্যাংকের উপদেষ্টা এহসান খসরু ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচাল আবু হানিফ খান ও এম রিয়াজুল করিম ও বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।