ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একনেকে অনুমোদন

৪৪৬ কোটি টাকা ব্যয় বাড়লো মগবাজার-মৌচাক ফ্লাইওভারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
৪৪৬ কোটি টাকা ব্যয় বাড়লো মগবাজার-মৌচাক ফ্লাইওভারের

ঢাকা: ফের সময় ও ব্যয় বেড়েছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের। মূল অনুমোদিত প্রকল্প থেকে ৪৪৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় বেড়েছে।

৭৭২ কোটি ৭০ লাখ টাকার প্রকল্পের চূড়ান্ত ব্যয় নির্ধারিত হয়েছে ১ হাজার ২১৮ কোটি ৯০ লাখ টাকা।

প্রকল্প বাস্তবায়নের সময়সীমাও দেড় বছর বাড়িয়ে ২০১৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

ব্যয় ও সময় বৃদ্ধির পর সংশোধিত প্রকল্পটির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এটি অনুমোদিত হয়। প্রকল্পটির নকশা সংশোধনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক সূত্র জানায়, ‘মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ’ প্রকল্পটিসহ মোট দশটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। এসব প্রকল্পের মোট ব্যয় হবে ৪ হাজার ৮৩০ কোটি ৯২ লাখ টাকা। প্রকল্প সাহার্য ৭৭৬ কোটি ১৭ লাখ টাকা এবং বাকিটা আসবে সরকারি তহবিল (জিওবি) থেকে।


মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটি ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার কথা ছিল। এখন সময় নির্ধারণ করা হয়েছে ২০১৭ সালের জুন নাগাদ।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, মগবাজার-মৌচাক ফ্লাইওভারের আয়তন বেড়েছে। প্রকল্পটি সম্প্রসারিত হয়েছে, এর নতুন নতুন অঙ্গ সংযোজিত হয়েছে। এছাড়া ভূ-গর্ভস্ত বিভিন্ন ইউটিলিটি থাকার কারণে পিলার তৈরি করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। যে কারণে এর ব্যয় ও সময় বেড়েছে।

এখন যে ফ্লাইওভার করা হচ্ছে ভূমিকম্পের ঝুঁকি মাথায় রেখে করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা,  জানুয়ারি ১৯, ২০১৬
এমইএস/এএসআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।