ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সার্ক কান্ট্রিজ এসএমই ফোরামের সম্মেলন বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
সার্ক কান্ট্রিজ এসএমই ফোরামের সম্মেলন বৃহস্পতিবার

ঢাকা: সাউথ এশিয়ান কান্ট্রিজ এসএমই ফোরামের দ্বিতীয় শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯টায়।

রাজধানীর হোটেল ৭১-এ আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

এতে সার্কভুক্ত দেশের ব্যবসায়ী, এসএমই ফোরাম এবং উন্নয়ন সংশ্লিষ্ট তিন প্রতিনিধির উপস্থিত থাকার কথা রয়েছে।

শিল্প মন্ত্রণালয় ও এফবিসিসিআইর সহায়তায় সাউথ এশিয়ান কান্ট্রিজ এসএমই ফোরাম এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।  

সার্ক কান্ট্রিজ এসএমই ফোরাম প্রেসিডেন্ট ও নাসিব প্রেসিডেন্ট মির্জা নুরুল গণি শোভন এতে সভাপতিত্ব করবেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতের ফ্যাক্সি-এর প্রেসিডেন্ট ও সম্মেলন কনভেনর মি. এইচ কে গুহ।

এর আগে এসএমই ফোরামের প্রথম সামিট অনুষ্ঠিত হয় ভারতের কলকাতায়। এবছর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানিস্তানের মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কটেজ শিল্প উন্নয়নের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানসমূহের শীর্ষ নীতিনির্ধারক ও নেতারা এ সামিটে যোগদান করবেন।  

অর্থনীতি ও জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মেলনে ১৫ জন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা-সংগঠককে সাউথ এশিয়ান কান্ট্রিজ এসএমই ফোরামের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।