ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘আতঙ্কে’ আছেন অসৎ ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
‘আতঙ্কে’ আছেন অসৎ ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তৎপরতায় অসৎ ব্যবসায়ীরা আতঙ্কে আছেন বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
চেয়ারম্যান বলেন, দেশে খারাপ ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের চেয়ে ভালো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি।

আমাদের তৎপরতায় তা দিন দিন বাড়ছে।
 
বুধবার (২০ জানুয়ারি) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে অর্থপাচার প্রতিরোধমূলক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
মো. নজিবুর রহমান বলেন, যেসব ব্যবসায়ী বা প্রতিষ্ঠান এক সময় করফাঁকি দিতেন, তাদের স্মার্টনেস ছিল বেশি। আমাদের তৎপরতায় তারা আতঙ্কে আছেন।

অর্থপাচার সম্পর্কে চেয়ারম্যান বলেন, আমরা দেশের বাইরে অর্থপাচারের পাশাপাশি বিদেশ থেকে অবৈধ উপায়ে দেশে মুদ্রা আসছে কি-না, তারও নজরদারি করছি।
 
অর্থপাচারকারী ব্যক্তি-প্রতিষ্ঠানের ভিত খুবই শক্ত। তারা অর্থ দেশে এনে সে অর্থ দিয়ে দেশে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
 
যেসব কোম্পানি দেশ থেকে অর্থপাচার বা অপরাধের সঙ্গে জড়িত এনবিআর তাদের তালিকা করছে জানিয়ে চেয়ারম্যান বলেন, খুবই গোপনে আমরা এ তালিকা করছি।
 
জড়িতদের ধরা হবে। তারা অপরাধ কর্মকাণ্ড পরিচালনার অনেক আগেই আমরা তাদের প্রতিরোধের চেষ্টা করছি বলেও জানান চেয়ারম্যান।
 
তিনি বলেন, বাংলাদেশ থেকে অর্থপাচারের বিরুদ্ধে আমাদের আরো বেশি তৎপরতা বৃদ্ধি করা প্রয়োজন। খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াও প্রয়োজন।
 
অপরাধীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশলে অর্থপাচারে অপরাধ কর্মকাণ্ড করেন। আমাদেরও নতুন কৌশল অবলম্বন ও সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন বলেও মনে করেন চেয়ারম্যান।
 
জাতীয় রাজস্ব বোর্ড অর্থপাচার প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেল গঠন করেছে, করা হয়েছে গবেষণাগার। আগে শুধু আয়কর শাখা অর্থপাচারের বিষয়টি দেখলেও বর্তমানে এনবিআরের সকল শাখা সক্রিয়ভাবে কাজ করছে- বলেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।