ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফার্নিচারে নতুনত্বের সমাহার লিগ্যাসিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ফার্নিচারে নতুনত্বের সমাহার লিগ্যাসিতে ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাণিজ্য মেলা থেকে: ‍আধুনিক ও উন্নতমানের নতুন পণ্যের সমাহার নিয়ে এসেছে দেশের অন্যতম ফার্নিচার তৈরির প্রতিষ্ঠান ‍লিগ্যাসি। এসব পণ্য কিনলে অথবা বুকিং দিলে মিলছে বিদেশ ভ্রমণের সুযোগ।

এছাড়াও রয়েছে সর্ব্বোচ্চ ২৫ শতাংশ মূল্য ছাড়।

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ফার্নিচার জগতের পুরনো প্রতিষ্ঠান লিগ্যাসি’র প্যাভিলিয়নে এসব পণ্য কেনার পাশাপাশি তথ্যও জানতে পারছেন দর্শনার্থীরা।
 
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে মেলার ২১/এ  প্রিমিয়ার প্যাভিলিয়নে লিগ্যাসি’র কর্মীরা জানান, লিগ্যাসি’র ফার্নিচার কিনলে ভাগ্যবান একজন ঢাকা থেকে নিউইয়র্ক, ব্যাংকক, কাঠমাণ্ডু, কলকাতায় ভ্রমণের জন্য বিমানের টিকিট উপহার হিসেবে পাচ্ছেন।

প্যাভিলিয়নে প্রবেশ করতেই দেখা গেলো, দোতলা বিশিষ্ট এ প্যাভিলিয়নে লিগ্যাসি’র বিভিন্ন নকশায় তৈরি পণ্য প্রদর্শন করা হয়েছে। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন নানা নকশায় তৈরি ‍ফার্নিচার। ‍অনেকেই বুকিং দিচ্ছেন। ক্রেতাদের মাঝেও পাওয়া গেলো সন্তুষ্টির ছোঁয়া।
 
প্যাভিলিয়ন সূত্র জানায়, ডেকোরেটিভ চেস্ট, কিউরিও কেবিনেট, বেড, ডাইনিং টেবিল, সাইডবোর্ড, সোফাসহ কয়েকটি পণ্য নতুন নকশায় খুবই সম্প্রতি তৈরি হয়েছে, যেগুলো লিগ্যাসি’র প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

লিগ্যাসি’র চেয়ারম্যান আমের করিম বলেন, ফার্নিচারে সব সময়ই নতুন নতুন নকশা নিয়ে ক্রেতাদের কাছে হাজির হতে হয়। আর এই নতুনত্বের ছোঁয়া আপনি যতো বেশি দিতে পারবেন ক্রেতারা ততো বেশি আপনার পণ্য কিনবেন। আর লিগ্যাসি এ কাজটি করে যাচ্ছে। প্রতিটি মুহূর্তে পণ্যে নতুনত্ব রাখছি আমরা।
 
তিনি জানান, লিগ্যাসি’র সবচেয়ে বড় গুণ হলো, উন্নত প্রযুক্তিতে তৈরি এসব পণ্যে ব্যবহার করা হয় ভালো মানের কাঠসহ অন্যান্য উপকরণ। ফলে ক্রেতাদের আস্থাও বাড়ছে। এছাড়া দেশের বাইরেও লিগ্যাসি’র পণ্য বাজারজাত করা হচ্ছে।

লিগ্যাসি’র সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার শেখ সাদিকুল ইসলাম জানান, ক্রেতারা যেন সাধ্যের মতো থেকে লিগ্যাসি’র ফার্নিচার কিনতে পারেন, সে দিকটা আমরা বিবেচনা করি। ফলে ক্রেতারা অনেক সাশ্রয়ী দামে পণ্য কিনতে পারছেন।

লিগ্যাসি’র প্যাভিলিয়ন ঘুরে দেখছিলেন আলেয়া বেগমসহ কয়েকজন। আলেয়া বেগম বলেন, আমার পরিচিত কয়েকজন লিগ্যাসি’র ফার্নিচার কিনেছেন। তারা সবাই ভালো বলেছেন। তাই আমিও ভাবছি, একটি ডাইনিং টেবিলের সেট কিনবো।

১৯৯৫ সালে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু। শুরু থেকেই দক্ষ কারিগর ও উন্নত মেশিনারিজ ব্যবহার করা হচ্ছে প্রতিটি ফার্নিচার তৈরিতে।
 
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
একে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।