ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুক্র ও শনিবার কাস্টমস এলাকায় ব্যাংক খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
শুক্র ও শনিবার কাস্টমস এলাকায় ব্যাংক খোলা

ঢাকা: গত কয়েকদিন কাস্টমস হাউসগুলোর সার্ভার বন্ধ থাকায় কাজের ক্ষতি পুষিয়ে নিতে দেশের সব কাস্টমস হাউস ও স্টেশন এলাকায় কার্যরত ব্যাংকের শাখাকে শুক্র ও শনিবার (২২ ও ২৩ জানুয়ারি) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।



নির্দেশনায় বলা হয়, দেশের সব কাস্টমস হাউস ও স্টেশন এলাকায় কার্যরত ব্যাংকের শাখাগুলো লেনদেনের সুবিধার্থে  নিরাপত্তা নিশ্চিতপূর্বক খোলা রাখতে হবে।

শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানজনক সম্মানি দেওয়া হবে বলে নির্দেশনায় বলা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসই/ওএইচ/এইচএ

** সারাদেশে আমদানি-রফতানিতে স্থবিরতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।