ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলা

টপটেনে নামকরা ব্র্যান্ডের কাপড়ের সমাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
টপটেনে নামকরা ব্র্যান্ডের কাপড়ের সমাহার ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাণিজ্যমেলা থেকে: গিজা হাউস, অরভিন্দ, লুথাই, শ্যুটিং, ময়ূরসহ বিদেশি নামকরা সব ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় হাজির রয়েছে ‘টপটেন’। এছাড়া দেশি নামকরা বিভিন্ন ব্র্যান্ডের কাপড়ও রয়েছে মেলায় টপটেনের ১৫ নম্বর প্যাভিলিয়নে।


 
মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য প্রতিটি কাপড়ের ওপর সর্বোচ্চ শতকরা সাত শতাংশ মূল্য ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
 
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাণিজ্যমেলায় টপটেন প্যাভিলিয়নের কর্মীরা জানান, প্যান্ট, শার্ট, স্যুট, সাফারি তৈরির ক্ষেত্রে ক্রেতাদের প্রথমে পছন্দ উন্নত ব্র্যান্ডের কাপড়। তাই তাদের এসব ব্র্যান্ডের ভালো মানের কাপড় সরবরাহের লক্ষ্যেই টপ টেন কাজ করছে। ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে।
তারা আরও জানান, রেমন্ড, গিজা হাউস, অরভিন্দ, লুথাই, শ্যুটিং, ময়ূর, রিড ইয়েন্ড টেইলর, ডিগজাম, এসআরএস, ধনিয়া ব্র্যান্ডসহ একাধিক আন্তর্জাতিক মানের শ্যুটিং কাপড় রয়েছে প্যাভিলিয়নটিতে। এছাড়া দেশি ভালো ব্র্যান্ডের কাপড়ও বাজারজাত করছে টপটেন। এছাড়া কেউ চাইলে এ প্রতিষ্ঠানের দক্ষ কারিগর দিয়ে পোশাক তৈরি করিয়েও নিতে পারেন। এতে ক্রেতাদের সম্পূর্ণ সেবাও নিশ্চিত করা হচ্ছে।
 
টপটেনের প্যাভিলিয়নে এক্সক্লুসিভ টাইও পাওয়া যাচ্ছে। চায়না থেকে আমদানি করা এসব টাই দেখতে যেমন মার্জিত, পরতেও আরামদায়ক। উন্নত মানের এসব টাইয়ের গ্রাহকের সংখ্যা দিনদিন বাড়ছে বলে জানালেন কর্মীরা।
 
টপটেনের এ জি এম রাকিব হাসান টিপু বাংলানিউজকে জানান, দেশের গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আমরা আন্তর্জাতিক মানের উন্নত ব্র্যান্ডের কাপড় বাজারজাত করছি। এছাড়া আমাদের দক্ষ কারিগরও রয়েছে। ফলে গ্রাহকরা আমাদের ওপর আস্থা রেখে কাপড় কেনার পাশাপাশি পোশাক তৈরি করছেন।
মেলা উপলক্ষে টপটেনের ক্রেতাদের জন্য প্রতিদিন থাকছে তিনটি স্মার্ট ফোন। যেকোনো মূল্যের কাপড় কিনলেই দেওয়া হচ্ছে র‌্যাফেল কুপন। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় এই কুপনের ড্র অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে প্রথম তিন জন বিজয়ী পুরস্কার পেয়ে থাকেন।
 
টপটেনের শাখা ব্যবস্থাপক (হেড অফিস) মো. মাহবুব হোসাইন জানান, মেলার শুরু থেকেই দর্শনার্থী ও ক্রেতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া গেছে। আশা করছি, আগামী কয়েকদিন আরও ভালো সাড়া পাবো।
 
তিনি বলেন, আমাদের উদ্দেশ্যে হলো টপটেনের প্রতিটি পণ্যের সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়া। এক্ষেত্রে আমরা শতভাগ সফল।
বিক্রয়ের বিষয়ে তিনি বলেন, ভালো বিক্রি হচ্ছে। তবে বাকি দশদিনে আরও ভালো আশা করছি।
 
১৯৯২ সালে এলিফেন্ট রোডে শোরুম দেওয়ার মাধ্যমে টপটেনের যাত্রা শুরু। বর্তমানে এ প্রতিষ্ঠানের ঢাকায়ই রয়েছে ১৭টি শো-রুম। এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম ও কিশোরগঞ্জেও শো-রুম রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
একে/আরএম

** ফার্নিচারে নতুনত্বের সমাহার লিগ্যাসিতে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।