ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাচেলরদের জন্য ওয়ালটনের আকর্ষণীয় ফ্রিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ব্যাচেলরদের জন্য ওয়ালটনের আকর্ষণীয় ফ্রিজ ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস থেকে ফেরার পর তৃষ্ণা মেটাতে এক গ্লাস ঠাণ্ডা পানির চাহিদা থাকে  সব ব্যাচেলরের। আবার খাবার নষ্ট হওয়ার কষ্টও কম নয়।

তাই এমন কোনো ব্যাচেলর খুঁজে পাওয়া যাবে না যে, ছোট একটা ফ্রিজের সন্ধান করেননি।
 
মোদ্দাকথা, একদম হাতের নাগালে দাম আর সাইজেও ছোট ফ্রিজের প্রতি ব্যাচেলর বা সিঙ্গেলদের আগ্রহ ব্যাপক। তাদের কথা মাথায় রেখেই স্মার্টফোনের দামে একেবারে সাধ্যের মধ্যে আকর্ষণীয় মডেলের ফ্রিজ এনেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন।
 
আকারেও মনোহরী তিনটি মডেলের ফ্রিজগুলো চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় নিজেদের স্টলে প্রদর্শন করছে ওয়ালটন।
 
সোমবার (২৫ জানুয়ারি) ওয়ালটনের প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির সিনিয়র সেলস এক্সিকিউটিভ কামরুল হাসান বাংলানিউজকে বলেন, ৩ সিএফটি, ৪ সিএফটি ও ৫ সিএফটির ফ্রিজগুলো ব্যাচেলর বা সিঙ্গেলদের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে।
 
ফ্রিজগুলোর দাম পড়বে সাড়ে ছয় হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে। ফ্রিজগুলো ফ্রস্ট, তাই বরফ জমবে। ডিপ না থাকায় এই বরফই ডিপের সুবিধা দেবে।

কামরুল হাসান জানান, মেলায় ফ্রিজগুলো আনা হয়েছে ক্রেতাদের দেখানোর জন্য। আগামী জুনেই এগুলো বাজারজাত করা হবে।
 
সাধারণত যারা ছাত্র বা চাকরিজীবী তারা মেসে বা ফ্ল্যাটে পারসোনাল হিসেবে এ ফ্রিজ ব্যবহার করতে পারবেন। মোদ্দাকথা ব্যাচেলর বা সিঙ্গেল ব্যক্তিদের জন্যই এ ফ্রিজ-যোগ করেন তিনি।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু প্রদর্শনের জন্য এগুলো আনা হলেও ক্রেতাদের আগ্রহ বেশ।

এদিকে বাণিজ্য মেলায় ৪৭টি মডেলের ১০০ এর বেশি রঙের ফ্রিজ প্রদর্শন করছে ওয়ালটন। ৫ শতাংশ ছাড় দিয়ে সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১৬ হাজার ৫৩০ টাকা। এছাড়া সবচেয়ে বড় ফ্রিজটির মূল্য ধরা হয়েছে ৫৬ হাজার ৯০৫ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।