ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক কাস্টমস দিবস মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আন্তর্জাতিক কাস্টমস দিবস মঙ্গলবার

ঢাকা: আন্তর্জাতিক কাস্টমস দিবস মঙ্গলবার (২৬ জানুয়ারি)। ‘ডিজিটাল কাস্টমস: প্রগেসিভ এনগেজমেন্ট’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভূক্ত ১৭৯টি দেশ‍ দিবসটি পালন করছে।



দিবসটি উপলক্ষে সোমবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকার একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) দিবসটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এনবিআর ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশের নয়টি কাস্টমস হাউজ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট দপ্তরগুলোয় আঞ্চলিকভাবে কাস্টমস দিবস পালন করবে।

দিবসটি উপলক্ষ এনবিআরসহ কাস্টমস হাউজগুলো সাজানো হয়েছে। ঢাকার সড়ক পথ ও উল্লেখযোগ্য স্থান বিলবোর্ড, পোস্টারিং, ব্যানার, ফেস্টুনে সজ্জিত করা হয়েছে।

দিবসের প্রতিপাদ্য তুলে ধরে মোবাইল ফোন গ্রাহকদের এসএমএস পাঠানো হচ্ছে। কাস্টমসের সেবা ও সচেতনতা তৈরিতে হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে।

এছাড়া, সরকারি-বেসরকারি চ্যানেলে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

কাস্টমস দিবস উদযাপনে মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হবে। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে ৠালির উদ্বোধন করবেন।

এছাড়া আঞ্চলিক পর্যায়ে ৠালিসহ নানা কর্মসূচি পালিত হবে হবে। সকাল সাড়ে ১০টায় দিবসটির তাৎপর্য নিয়ে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সেমিনার অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করবেন।

সেমিনারে কাস্টমসের ওপর নির্মিত ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এতে তুলে ধরা হবে কাস্টমসের নতুন কর্মপদ্ধতি, অটোমেশন, বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়‍াদি।

 বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরইউ/জেপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।