ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছয় বছরের কমবয়সী শিক্ষার্থীর নামেও খোলা যাবে ব্যাংক হিসাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ছয় বছরের কমবয়সী শিক্ষার্থীর নামেও খোলা যাবে ব্যাংক হিসাব

ঢাকা: এতদিন ছয় বছর বয়স হলেই শিশু শিক্ষার্থীদের নামে সরকারের স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় ব্যাংকে হিসাব খোলা যেত। কিন্তু এবার এই নীতিমালা আরও শিথিল করলো বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে বয়স ছয় বছরের কম হলেও শিশু শিক্ষার্থীদের নামে খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্ট।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে ছয় বছরের কম বয়সী শিশু শিক্ষার্থীদের নামেও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে।

উল্লেখ্য, ব্যাংকিং জাতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে দেশে কার্যরত ব্যাংকগুলোকে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরুর নির্দেশ দেয়। এর আওতায় এতদিন ছয় থেকে থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের নামে স্কুল ব্যাংকিং হিসাব খোলা যেত। এ কার্যক্রম শুরুর পর গত পাঁচ বছরে ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের প্রায় ৯ লাখ হিসাব খোলা হয়েছে। ‍এতে সঞ্চয়ের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা।

এর আগে স্কুল ব্যাংকিং কার্যক্রম জোরদার করতে গত বছরের নভেম্বরে আরও একটি নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সেখানে বলা হয়, স্কুল ব্যাংকিং হিসাব খোলা ও পরিচালনার জন্য ব্যাংকগুলোকে একটি বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে।

স্কুল ব্যাংকিং নিয়ে একটি ব্যাংক আগামী এক বছরের জন্য যে লক্ষ্য ঠিক করবে, তা আগের বছরের ডিসেম্বরের মধ্যে ঠিক করে বাংলাদেশ ব্যাংককে জমা দিতে হবে।

শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ে আগ্রহী করে গড়ে তুলতে তফসিলি ব্যাংকের প্রতিটি শাখাকে বছরে কমপক্ষে একবার কর্ম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসই/এম‌এ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।