ঢাকা: বাংলা একাডেমি পুরস্কারে ২০১৫ ভূষিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। প্রবন্ধ গবেষণায় অসামান্য অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক শামসুজ্জামান খান।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে পুরস্কার প্রাপ্তির খবর জানিয়েছেন।
আগামী ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি মিলায়তনে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. আতিউর রহমানের হাতে পুরস্কার তোলে দেবেন।
আতিউর রহমান ছাড়াও এই পুরস্কার পাচ্ছেন- কবিতায় আলতাফ হোসেন, কথা সাহিত্যে শাহীন আকতার, প্রবন্ধে যৌথভাবে আবুল মোমেন, গবেষণায় মনিরুজ্জামান, অনুবাদে আব্দুস সেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহম্মদ, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী ক্যাটাগরিতে ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশে শরীফ খান ও শিশুসাহিত্যে সুজন বড়ুয়া।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. আতিউর রহমান বলেন, এ পুরস্কারের জন্য আমি দীর্ঘদিন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গবেষণা করেছি। এই গবেষণায় যারা সহযোগিতা করেছেন তাদেরকে পুরস্কার উৎসর্গ করা হলো।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসই/বিএস