ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হকার রাজত্বে শেষ দিনের বাণিজ্য মেলা

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
হকার রাজত্বে শেষ দিনের বাণিজ্য মেলা ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে: শেষ দিনের মেলা প্রাঙ্গণ জুড়ে যেন দখল বসিয়েছেন হকার ও ভাসমান ব্যবসায়ীরা। যারা ‘একশ’ ও ‘দেড়শো’ টাকা হাক ডেকে বিভিন্ন কাপড় বা নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য ক্রেতা আকৃষ্ট করছেন।



তবে বে‌শিরভাগ হকারের পণ্য নিম্নমানের বলে অভিযোগ তুলেছেন মেলায় আগত দর্শনার্থীরা।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে মেলা প্রাঙ্গণ ঘুরে শতা‌ধিক হকারকে তাদের পণ্যের পসরা সা‌জিয়ে পণ্য বিক্রি করতে দেখা যায়। নির্ধারিত কোনো স্টল নেই তাদের। কিন্তু মেলার মাঠজুড়ে পলিথিন বিছিয়ে বসে পড়েছেন তারা।

মাসব্যাপী মেলায় হকার নি‌ষিদ্ধ থাকলেও শেষ দিনে এ নিয়ে কোনো নজরদারি দেখা যায়নি। মেলার মূল গেট পেরিয়ে যেতেই দেখা মেলে হকারদের সারি।

আজম, রুবেল, নাসিমসহ বেশ কয়েকজন হকার বাংলানিউজকে জানান, মেলার শেষ দিন, তাই বাহারি পণ্যর পসরা সাজিয়েছেন তারা। কেউ এতে বাধাও দিচ্ছে না। ক্রেতাদের পছন্দ অনুযায়ী তারা পণ্য বিক্রি করছেন।

এখানে বসার জন্য কাউকে টাকা দিতে হয়নি বলেও জানান নাসিম।

দুপুরে অনেক হকারকে নতুন করে মেলায় পণ্য নিয়ে ফাঁকা জায়গায় বসতে দেখা যায়। তাদের পসরার মধ্যে কাপড়, কসমেটিকস ও প্রসাধনীসহ বিভিন্ন পণ্য চোখে পড়ে।

মেলায় ঘুরতে আসা রহিমা আক্তার বাংলানিউজকে বলেন, মেলায় আসি স্টল ঘুরে ভালো পণ্য কিনবো। কিন্তু স্টলে ঢোকার আগেই হকারদের যন্ত্রণায় হাঁটা দায় হয়ে পড়েছে।

হকারদের এসব পণ্য সুবিধার নয় বলেও দাবি করেন তিনি।

রহিমার স্বামী রকিব উদ্দিন জানান, শুধু হকারদের পণ্য নয়, অনেক স্টলেই নিম্নমানের পণ্য নিয়ে এসেছে মেলায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হকারদের পণ্যে ক্রেতারা প্রতারিত হন।

এ‌দিকে, মেলার সময় না বাড়ানোয় সকাল থেকেই স্টল গু‌টিয়ে নিতে শুরু করেছেন স্টল মালিক ও স্বত্বাধিকারীরা।

মেলা সচিবালয় সূত্রে জানা যায়, শেষ দিনের সমাপনী আয়োজন নিয়েই ব্যস্ত তারা। হকার তাড়ানো আর শৃংঙ্খলার দিকে মনোযোগটা বেশি দেওয়া সম্ভব হচ্ছে না।

সচিবালয়ের পাশেই সমাপনী অনুষ্ঠান মঞ্চের আয়োজন নিয়ে মেলায় ব্যস্ত রয়েছে রফতানি উন্নয় ব্যুরো (ইপিবি)। বেলা সাড়ে ৩টায় মেলা প্রাঙ্গণে হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

** অল্প দামে পণ্য কিনতে শেষ দিনে ভিড় দর্শনার্থীদের

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।