ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপগঞ্জে গুটি ইউরিয়া সার ও প্রয়োগ যন্ত্র বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
রূপগঞ্জে গুটি ইউরিয়া সার ও প্রয়োগ যন্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কৃষকদের মধ্যে গুটি ইউরিয়া সার ও প্রয়োগ যন্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা মিলনায়তনে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এর আগে ফসলের মাঠে যন্ত্রের মাধ্যমে গুটি ইউরিয়া সার প্রয়োগের প্রশিক্ষণ দেওয়া হয় কৃষকদের।
   
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন।

স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় অনেকের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, ফেরদৌসি আলম নিলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ, কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান, সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন, আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান জানান, প্রথম পর্যায়ে ৫০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়ার পর ২০ কেজি করে গুটি ইউরিয়া সার ও প্রয়োগ যন্ত্র বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সব এলাকার কৃষকদের প্রশিক্ষণ এবং গুটি ইউরিয়া সার ও প্রয়োগ যন্ত্র বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।