ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বাণিজ্য মেলায় রফতানি আদেশ বেড়েছে ৭১ কোটি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
‘বাণিজ্য মেলায় রফতানি আদেশ বেড়েছে ৭১ কোটি’ ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে: এবারের বাণিজ্য মেলায় দেশে তৈরি বিভিন্ন পণ্যের রফতানি আদেশ গতবারের তুলনায় ৭১ কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।



বাণিজ্যমন্ত্রী বলেন, এবারের বাণিজ্য মেলায় ২শ ৩৫ কোটি ১৭ লাখ টাকা রফতানির আদেশ পাওয়া গেছে, যা গতবারের তুলনায় ৭১ কোটি টাকা বেশি।

তোফায়েল আহমেদ জানান, ২০১৫-১৬ অর্থবছরে ৩৩ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে। ডিসেম্বর পর্যন্ত তা ১৬ বিলিয়ন হয়ে গেছে। চলতি অর্থবছরের মধ্যে এই ৩৩ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে।

তিনি জানান, তৈরি পোশাক খাত থেকে ৮১ শতাংশ রফতানি আয় করে বাংলাদেশ। দেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় হবে। এর মধ্যে শুধু তৈরি পোশাক খাত থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা সরকারের।

মন্ত্রী আরও জানান, একসময় যে জিডিপি ছিলো পাঁচ হাজার কোটি টাকা, এখন সেই জিডিপি বেড়ে দাঁড়িয়েছে আট লাখ কোটি টাকা।
এখন অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অবস্থান ৪৫তম আর ক্রয়ক্ষমতার দিক থেকে অবস্থান ৩৩ তম।

ভবিষ্যতে এফবিসিসআই’র সঙ্গে যৌথভাবে সব বিভাগীয় শহরে একযোগে মেলা আয়োজনের প্রস্তাবটি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্যাভিলিয়নগুলোকে পুরস্কার দেন বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬/ আপডেট: ১৮১৩ ঘণ্টা
এসএ/আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।