ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জামালপুরে জিল বাংলা সুগার মিল বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
জামালপুরে জিল বাংলা সুগার মিল বন্ধ ঘোষণা

জামালপুর: অব্যাহত লোকসানের বোঝা মাথা নিয়ে মাত্র দুই মাসের মাথায় আখের অভাবে দেশের বৃহত্তর জিল বাংলা সুগার মিল বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) মিলটিতে উৎপাদন বন্ধ হলেও  রোববার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মিলটি বন্ধ ঘোষণা করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ খান।



তিনি বাংলানিউজকে জানান, ৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই লক্ষ্যমাত্রা নিয়ে ১৯ নভেম্বর মিলটি চালু হয়। কিন্তু সর্বশেষ ৫৮ হাজার ৭শ’ মেট্রিক টন আখ পাওয়া যায়। এলাকায় আখ না থাকায় বাধ্য হয়েই সুগার মিলটি বন্ধ করা হয়েছে। এ পর্যন্ত মিলটিতে চার হাজার ৭৯ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে।

তিনি আরও জানান, এ বছর বন্যায় আখের প্রচুর ক্ষতি হওয়ায় এলাকায় আখ পাওয়া যায়নি। পুনরায় আর মিলটি চালু করা সম্ভব নয় বলেও জানান এমডি।

তবে তার কথায় দ্বিমত পোষণ করে স্থানীয় আখ চাষি আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, এলাকায় এখনো প্রচুর পরিমাণ আখ রয়েছে। মিলে আখ দিলে নিয়মিত টাকা পাওয়া যায় না বলে চাষিরা আখ দিতে চাননা।

অপর কৃষক মতিউর রহমান বলেন, ‘আমি গত বছর মিলে আখ দিয়েছি এখনো পর্যন্ত সেই আখের টাকা পায়নি। আখের টাকা পেতে গেলে পদে পদে হয়রানির শিকার হতে হয়। এ কারণে এলাকার কৃষকরা আখ চাষে উৎসাহ হারিয়ে ফেলছেন।

তবে জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুর রউফ খান এসব অভিযোগ অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।