ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মতিঝিলে শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
মতিঝিলে শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মতিঝিল দিলকুশার আল আমিন সেন্টারে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) খোলা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস।

শিশু দিবাযত্ন কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও যমুনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর ভাইস চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান।

এ সময় বিভিন্ন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

মতিঝিলে প্রধান কার্যালয় অবস্থিত ২১টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় পরিচালিত এ শিশু দিবাযত্ন কেন্দ্রে বিভিন্ন ব্যাংকে কর্মরত নারী কর্মীদের ৬০ জন শিশুসন্তানের সেবা, নিরাপত্তা, চিকিৎসা ও প্রাক প্রাথমিক শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে ড. আতিউর রহমান বলেন, কর্মজীবি মায়ের শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্যাংকগুলো সক্রিয় হয়ে উঠেছে। এর মাধ্যমে মায়েরা কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করতে পারবেন। ফলে ব্যাংকে নারী কর্মীদের কাজের গতিশীলতা আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্র নেওয়ার মাধ্যমে তারা পরিবার তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের টেকসই উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন ও কর্মক্ষমতার পূর্ণ উপযোগ সৃষ্টির ওপর তিনি গুরুত্বারোপ করেন।   

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো নারী সদস্যদের প্রয়োজন পূরণে এগিয়ে এসেছে। ফলে নারী ব্যাংকাররা আরো মনোযোগ ও যত্নশীলতার সঙ্গে ব্যাংককিং সেবা প্রদান করতে সচেষ্ট হবে।   

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।