ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১২ ফেব্রুয়ারি আরএফএল’র ‘ক্লিন ঢাকা কনসার্ট’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
১২ ফেব্রুয়ারি আরএফএল’র ‘ক্লিন ঢাকা কনসার্ট’ ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের ‘ক্লিন ঢাকা ২০১৬’ কর্মসূচির অংশ হিসেবে ‘ক্লিন ঢাকা কনসার্ট’র আয়োজন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় প্ল্যাস্টিক পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল’র পৃষ্ঠপোষকতায় এ কনসার্টের আয়োজন করছে অন্তর শোবিজ।


 
আগামী ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠেয় এ কনসার্টে অংশ নেবেন বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর ও সংগীত শিল্পী কানিকা কাপুর।
 
রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলন করে কনসার্টের ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ’র চেয়ারম্যান স্বপন চৌধুরী।
 
তিনি বলেন, ‘ক্লিন ঢাকা’ একটি সচেতনতামূলক সামাজিক কর্মসূচি। কনসার্টের মাধ্যমে পুরো ঢাকাবাসীকে এ কর্মসূচিতে ভূমিকা রাখার আহ্বান জানাতে চাই। ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। প্রাত্যহিক কাজ হিসেবেই আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এক দিনের আয়োজনের মধ্য দিয়ে যেন এ কর্মসূচি শেষ হয়ে না যায়।
 
সংবাদ সম্মেলনে প্রাণ আরএফএল’র হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান বলেন, সামাজিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করতেই আমরা এ কনসার্টে যুক্ত হয়েছি। কনসার্টের পাশাপাশি রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং আধুনিক নগরী গড়ে তুলতে এ পরিকল্পনায় যুক্ত থাকবে আরএফএল’র ওয়েস্টবিন।  
 
সংবাদ সম্মেলনে আরএফএল’র এ কর্মকর্তা ঢাকা সিটি কর্পোরেশনের যেকোনো সামাজিক উদ্যোগের পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়ে বলেন, আরএফএল সবসময়ই মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে আসছে। মানুষের নিত্য-নৈমিত্তিক চাহিদা মেটাতে আরএফএল সবসময়ই সচেষ্ট।
 
তিনি বলেন, দেশের প্রত্যেক শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি দায়বদ্ধতার বিষয় আছে। আরএফএল সেই দায়বদ্ধতা থেকেই এ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছে। ভবিষ্যতেও আরএফএল তা অব্যাহত রাখবে।
 
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, কনসার্টের টিকিটের সর্বনিম্ন মূল্য এক হাজার এবং সর্বোচ্চ মূল্য তিন হাজার টাকা। কারিনা, কানিকা কাপুর ছাড়াও কনসার্টে আরও থাকবেন সংগীত শিল্পী জাবেদ আলী, দেশের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল’র হেড অব মিডিয়া সুজন মাহমুদ, অমিকন গ্রুপের মেহেদী হাসান শেখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এমএইচপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।