ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তুরস্কের কূটনীতিকদের সন্তানদের মূসক অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
তুরস্কের কূটনীতিকদের সন্তানদের মূসক অব্যাহতি

ঢাকা: ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসে কর্মরত কূটনীতিকদের সন্তানদের বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বেতনের ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এক্ষেত্রে রয়েছে শর্ত।


 
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
 
প্রজ্ঞাপনে বলা হয়, মূসক আইন ১৯৯১ এর ১৪ (২) অনুযায়ী এ অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এ মূসক অব্যাহতির মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হবে।
 
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।