ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাড়িভাড়া ও স্কুলব্যাগে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
বাড়িভাড়া ও স্কুলব্যাগে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি

ঢাকা: চলতি বছরে জানুয়ারি মাসে বেড়েছে বাড়িভাড়া। অন্যদিকে সোনামনিদের হাতে উঠেছে নতুন বই।

বইয়ের যত্নে কেনা হয়েছে নতুন নতুন ব্যাগ। বাচ্চাদের নতুন পোশাকও কেনা হয়। এসব কারণে ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে খাদ্যবর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি অস্বাভাবিক হারে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস)।
 
বিবিএসের দেওয়া হালনাগাদ তথ্যে দেখা গেছে, জনুয়ারি মাসে খাদ্যবর্হিভূত মূল্যস্ফীতির হার আরও একধাপ বেড়ে হয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ, ডিসেম্বর মাসে যা ছিল ৭ দশমিক ০৫ শতাংশ।

অন্যদিকে বাড়িভাড়াসহ আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দামও বাড়তির দিকে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনে মিট দ্য প্রেসে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল  বিবিএসের দেওয়া জানুয়ারি  মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করেন।
 
মন্ত্রী বলেন, বছরের শুরুতে বাচ্চারা নতুন বইয়ে নিয়ে স্কুলে ভর্তি হয়। এ সময় বাচ্চাদের ব্যাগসহ সরঞ্জামাদি কিনতে হয়।   এসব জিনিসের দাম কম নয়। তাছাড়া বাড়িওয়ালারা বছরে দুইবার বাড়িভাড়া বৃদ্ধি করেন। জানুয়ারি মাসেও বাড়িভাড়া বৃদ্ধি পায়। এসব কারণে খাদ্যবর্হিভূত পণ্যের মূল্যস্ফীতির হার বাড়তির দিকে।
 
অন্যদিকে জানুয়ারি মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ। ডিসেম্বর মাসে যা ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ। বিবিএস বলছে, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাক জাতীয় পণ্যের দাম কমায় খাদ্যে মূল্যস্ফীতির হার কমেছে।

তবে মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতির হার কমেছে। ডিসেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ১০ শতাংশ, জানুয়ারি মাসে যা কমে হয়েছে ৬ দশমিক ০৭ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।