ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বনশ্রীতে ‘ডেইলি শপিং’য়ের আউটলেট উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বনশ্রীতে ‘ডেইলি শপিং’য়ের আউটলেট উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী পণ্য সরবরাহ করতে রাজধানীতে সম্প্রতি চেইনশপ ‘ডেইলি শপিং’-এর ২৪তম আউটলেট উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর বনশ্রীর এফ ব্লকে ২১/১, রোড-৫ এ আউটলেটটি উদ্বোধন করেন ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম।



নতুন এ আউটলেটে পণ্যের ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার সুযোগসহ ক্রেতাদের সদস্য হওয়ার সুবিধা রয়েছে। অন্যান্য আউটলেটের মতো চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশুখাদ্য, বেভারেজ পণ্য, প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সবধরণের মানসম্পন্ন পণ্য পাওয়া যাবে এ আউটলেটে।

সাইফুল ইসলাম বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত ডেইলি শপিং-এ আমরা ক্রেতাদের চাহিদার প্রতি মনোযোগ দিচ্ছি ও সে অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছি। ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ডেইলি শপিংয়ের শাখা খোলা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানীর মধ্যবাড্ডায় আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে রিটেইল চেইন শপের জগতে পা রাখে ‘ডেইলি শপিং’। বনশ্রীর এ, বি, ই, এবং এইচ ব্লক ছাড়াও রাজধানীর নিকুঞ্জ, উত্তরা, মোহাম্মদপুর, ধানমণ্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগে ডেইলি শপিংয়ের আউটলেট রয়েছে।

অনুষ্ঠানে ডেইলি শপিংয়ের এজিএম মো. গালিব, অপারেশন ম্যানেজার ফিরোজ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।