ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চলতি বছরেই জনতা ব্যাংক অটোমেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
চলতি বছরেই জনতা ব্যাংক অটোমেশন

ঢাকা: জনতা ব্যাংকের ৯০৮টি শাখার সবগুলো ২০১৬ সালের মধ্যেই অটোমেশন হবে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম।

এর আগে ২০১৫ সালে ৫০৩টি শাখায় অটোমেশন চালু করা হয়।



বুধবার (১০ ফেব্রুয়ারি) প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, আফরোজ গুল নাহারসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আবদুস সালাম বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক অটোমেশনের কাজ করতে নতুন সার্ভার স্থাপন করা হয়েছে। কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। চলতি বছরের মধ্যে সব শাখা অনলাইনের আওতায় আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, ২০১৫ সালে ব্যাংকের সার্বিক সূচকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উন্নতি হয়েছে। পরিচালনা মুনাফা হয়েছে ১ হাজার ১৬২ কোটি টাকা এবং কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৬১ কোটি টাকা। খেলাপি ঋণ ৩ হাজার ৭৩৮ কোটি টাকা থেকে কমে হয়েছে ২ হাজার ৮৫০ কোটি টাকা। ২০১৪ সালে যেখানে খেলাপি ঋণের হার ছিলো ১১ দশমিক ৬৯ শতাংশ, গত বছর কমে হয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ।

ক্ষতিগ্রস্ত শাখা ৬০টি থেকে কমে ৩৪টিতে দাঁড়িয়েছে। এছাড়া বছর শেষে জনতা ব্যাংকের মোট আমানত ৫৬ হাজার ৯৪৫ কোটি টাকা, মোট ঋণ ৩৪ হাজার ৯৮৬ কোটি টাকা, আমদানি বাণিজ্য ১৪ হাজার ৭১৮ কোটি টাকা, রপ্তানি বাণিজ্য ১৪ হাজার ৫৩৭ কোটি টাকা দাঁড়িয়েছে। মুনাফা ভালো হওয়ায় বছর শেষে ব্যাংকটির কোনো প্রভিশন ও মূলধন ঘাটতি হয়নি, জানান আবদুস সালাম।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।