ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবারো বেড়েছে সোনার দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আবারো বেড়েছে সোনার দাম ছবি: ফাইল ফটো

ঢাকা: এক সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে সোনার দাম। ভরিপ্রতি ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর তৃতীয় বার বেড়েছে সোনার দাম।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে নতুন দর কার্যকর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোনার দাম ভরিতে এক হাজার ২২৫ টাকা বাড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে রুপার দামও ভরিতে ৫৮ টাকা বাড়ানো হয়েছে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব বাজারে সোনার দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম মতে, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪৪ হাজার ৯৬৫ টাকা। ২১ ক্যারেট ৪২ হাজার ৮৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৬ হাজার ২১৭ টাকা ভরি। সনাতন পদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ১৩৬ টাকায় দাঁড়াবে।

এর আগে ৪ ফেব্রুয়ারি সর্বশেষ সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ঠিক করা হয়েছিল ৪৩ হাজার ৭৪০ টাকা। ২১ ক্যারেট ৪১ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হয় ৩৪ হাজার ৯৯২ টাকা। সনাতন পদ্ধতিতে ভরির দাম ছিল ২৩ হাজার ৯১১ টাকা।

এ বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক এনামুল বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে তা সমন্বয় করা হচ্ছে। বৃহস্পতিবার বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

চলতি বছর এনিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ল। ফেব্রুয়ারির আগে গত ১৩ জানুয়ারিও ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ চলতি বছরে দেড় মাসে দাম বাড়ল ৩ হাজার ৬৭৫ টাকা।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।