ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইইউ-বিজিএমইএ বৈঠক চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
ইইউ-বিজিএমইএ বৈঠক চলছে

ঢাকা: পোশাক শিল্পের ব্যবসায়িক উন্নয়ন তরান্বিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠকে বসেছে বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি)।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে এ বৈঠক শুরু হয়।


 
ইইউ প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন ইইউ পার্লামেন্টের সদস্য জেন লামবার্ট। অন্যদিকে বিজিএমইএ-এর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

বিজিএমইএ সূত্রে জানা যায়, সম্প্রতি ইইউ-এর সঙ্গে বাংলাদেশের পোশাক শিল্পের ব্যবসায়িক উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশের পোশাক শিল্পে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শুক্রবারের বৈঠকে বিজিএমইএ-এর পক্ষ থেকে ইইউ-এর সামনে এসব তথ্য তুলে ধরা হবে। তাছাড়া ব্যবসায়িক দিক থেকে ইইউ-এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিভাবে আরও ভাল করা যায়, সে বিষয়েও আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
ইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।