ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘চোরাচালানে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে পারে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
‘চোরাচালানে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে পারে’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চোরাচালান দেশের ভারসাম্যকে বিঘ্নিত ও সন্ত্রাস বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।



শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উদ্যোগে ‘চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী এএমএ মুহিত বলেন, ‘আমাদের দেশে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে স্বর্ণ, বৈদেশিক মুদ্রা ও কোকেন আসছে। এভাবে চলতে থাকলে দেশের ভারসাম্য বিঘ্নিত হবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বাড়বে। ’
 
‘কোকেনসহ চোরালানে আসা পণ্য স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে। চোরাচালানের সঙ্গে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সুসংগঠিত সন্ত্রাসী গ্রুপ জড়িত রয়েছে। ’
 
তিনি বলেন, ‘চোরাচালান নিয়ন্ত্রণে জড়িতদের ধরতে সীমান্তে শুল্ক নিরাপত্তা বাড়ানো হয়েছে। চোরাচালানের কারণে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হন। তাই বর্তমান সরকার তাদের হয়রানি বন্ধ করে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। ’

অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘স্বর্ণসহ যেসব চোরাচালান ধরা পড়েছে তা গাছের পাতা মাত্র! একটি পাতা ধরলে নতুন পাতা গজাবে। গাছের গোড়ায় কেন যাওয়া হয় না?’

চোরাচালানের মূল হোতাদের খোঁজে বের করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কতো অভিনব প্রক্রিয়ায় চোরাচালান হয়, এসব দেখে লজ্জা লাগে। গোয়োন্দারা এসব কৌশল উন্মোচন করে গর্বের কাজ করছেন। ’
 
সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, ‘গত ৩ বছরে তিন হাজার ২০০ কেজি সোনা আটক করা হয়েছে। যার মূল্য প্রায় এক হাজার ৪৫০ কোটি টাকা। আর আটক করা হয়েছে ১৩০ জনকে। ’

‘গোয়েন্দা তৎপরতায় আরও প্রায় ৫০০ মণ সোনা চোরাচালান প্রতিরোধ করা হয়েছে। আটক করা সোনা আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েচেন কর্মকর্তারা। ’
 
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন-অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, স্বরাস্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যলয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আরইউ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।