ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্ষতিগ্রস্ত ২৪ গ্রাহকের টাকা ফেরত দিল ইস্টার্ন ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ক্ষতিগ্রস্ত ২৪ গ্রাহকের টাকা ফেরত দিল ইস্টার্ন ব্যাংক

ঢাকা: এটিএম বুথ জালিয়াতির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দিল ইস্টার্ন ব্যাংক লিমিটিডে (ইবিএল)।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক চেক হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া শুরু করে ইবিএল।



এ সময় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন। এরা হলেন, মাহবুবা আক্তার, শাসিফুজ্জামান, মো. কামরুজ্জামান, আবু মুসা তারিক ও দীপর চন্দ্র দে।

এর মধ্যে মাহবুবা আক্তারকে ৮০ হাজার টাকা, শাসিফুজ্জামানকে ১ লাখ ৬০ হাজার টাকা, মো. কামরুজ্জামানকে ৫ হাজার টাকা, আবু মুসা তারিককে ৫ হাজার টাকা ও দীপর চন্দ্র দে-কে ৭ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত ২৪ গ্রাহকের মধ্যে বাকি ১৯ জনের টাকাও পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও ইবিএল-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হাসানুর রশিদ।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।