ঢাকা: বেশ কয়েকটি বড় শিল্প গ্রুপকে সহজ শর্তে পুনঃতফসিলসহ নানান সুবিধা দেওয়ায় ব্যাংক খাতের খেলাপী ঋণ কমেছে।
গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর মোট খেলাপী ঋণ দাঁড়িয়েছে ৫১হাজার ৩৭১ কোটি টাকা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বর শেষে সামগ্রিক খেলাপী ঋণ কমেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট ঋণের ২১ দশমিক ৪৬ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল ২১ দশমিক ৮৪ শতাংশ।
বিশেষায়িত খাতের ব্যাংকগুলোর খেলাপী ঋণ কমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ২৪ শতাংশে, যা আগের প্রান্তিকে ২৪ দশমিক ৬৪ শতাংশ ছিল।
বেসরকারি ব্যাংকগুলোতে আগের প্রান্তিকের ৫ দশমিক ৬৭ শতাংশ থেকে কমে ৪ দশমিক শুন্য ৮৫ শতাংশে নেমেছে।
বিদেশি ব্যাংকগুলোতে এ হার ৮ দশমিক ২৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭ শতাংশে।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসই/এমএ