ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবি-পিকাসো রেস্টুরেন্টেরে মধ্যে চুক্তি সই

অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ইউসিবি-পিকাসো রেস্টুরেন্টেরে মধ্যে চুক্তি সই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইউনাইটডে কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও পিকাসো রেস্টুরেন্টের মধ্যে চুক্তি সই হয়েছে।

সম্প্রতি ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ চুক্তি সই হয়।

এ চুক্তির ফলে ইউসিবি’র কার্ডগ্রহীতা ও ইম্পেরিয়াল গ্রাহকরা পিকাসো রেস্টুরেন্টে ১৫ শতাংশ মূল্যছাড় ও অন্য সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ও পিকাসোর ‍ম্যানেজিং পার্টনার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (এনডিসি, পিএসসি, অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেল (চলতি দায়িত্ব) মোহাম্মদ শফিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস বিসনেস নেহাল এ হুদাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।